ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 33:1-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ধার্মিকগণ মাবুদে আনন্দ ধ্বনি কর;প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত।

2. তোমরা বীণাতে মাবুদের প্রশংসা-গজল কর,দশতন্ত্রী নেবলে তাঁর উদ্দেশে গজল গাও।

3. তাঁর উদ্দেশে নতুন গজল গাও,জয়ধ্বনিসহ মনোহর বাদ্য কর।

4. কেননা মাবুদের কালাম যথার্থ,তাঁর সকল কাজ বিশ্বস্ততাসিদ্ধ।

5. তিনি ধার্মিকতা ও ন্যায়বিচার ভালবাসেন;দুনিয়া মাবুদের অটল মহব্বতে পরিপূর্ণ।

6. আসমান নির্মিত হল মাবুদের কালামে,তার সমস্ত বাহিনী তাঁর মুখের শ্বাসে।

7. তিনি সমুদ্রের জলরাশি একস্থানে সঞ্চিত করেন,তিনি সমস্ত জলধি ভাণ্ডারে রাখেন।

8. সমস্ত দুনিয়া মাবুদকে ভয় করুক;দুনিয়ার নিবাসী সকলে তাঁর থেকে ভীত হোক।

9. তিনি কথা বললেন, আর উৎপত্তি হল,তিনি হুকুম করলেন, আর স্থিতি হল।

10. মাবুদ জাতিদের মন্ত্রণা ব্যর্থ করেন,তিনি লোকবৃন্দের সমস্ত সঙ্কল্প বিফল করেন।

11. মাবুদের মন্ত্রণা চিরকাল স্থির থাকে,তাঁর অন্তরের সঙ্কল্প পুরুষানুক্রমে স্থায়ী।

12. সুখী সেই জাতি, যার আল্লাহ্‌ মাবুদ,সেই লোকসমাজ, যাকে তিনি নিজেরঅধিকারের জন্য মনোনীত করেছেন।

13. মাবুদ বেহেশত থেকে দৃষ্টিপাত করেন,তিনি সমস্ত মানবজাতিকে নিরীক্ষণ করেন।

14. তিনি তাঁর বাসস্থান থেকে দৃষ্টিপাত করেনদুনিয়ার সমস্ত নিবাসীর উপরে।

15. তিনি একে একে তাদের হৃদয় গঠন করেন,তিনি তাদের সমস্ত কাজ আলোচনা করেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 33