ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 32:2-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. সুখী সেই ব্যক্তি,যার পক্ষে মাবুদ অপরাধ গণনা করেন না,ও যার রূহে প্রবঞ্চনা নেই।

3. আমি যখন চুপ করেছিলাম,আমার সমস্ত অস্থি ক্ষয় পাচ্ছিল,কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করছিলাম।

4. কারণ দিনরাত তোমার হাত আমাকে শাস্তি দিচ্ছিল,আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হচ্ছিল।

5. আমি তোমার কাছে আমার গুনাহ্‌ স্বীকার করলাম,আমার অপরাধ আর গোপন করলাম না,আমি বললাম, “আমি মাবুদের কাছে নিজের অধর্ম স্বীকার করবো,”তাতে তুমি আমার গুনাহ্‌র অপরাধ মোচন করলে।

6. সুতরাং যখন তোমাকে পাওয়া যায়,সমস্ত বিশ্বস্ত লোক তোমার কাছে মুনাজাত করুক,অবশ্য বিপদের সময়ে, জলরাশির প্লাবন তাদের কাছে আসবে না।

7. তুমি আমার অন্তরাল,তুমি সঙ্কট থেকে আমাকে উদ্ধার করবে;রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করবে।[সেলা।]

8. আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাব,তোমার উপরে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব।

9. তোমরা ঘোড়া ও খচ্চরের মত হয়ো না, যাদের বুদ্ধি নেই;বল্‌গা ও লাগাম পরিয়ে তাদেরকে দমন করতে হয়,নতুবা তারা তোমার কাছে আসবে না।

10. দুষ্টের অনেক যাতনা হয়;কিন্তু যে ব্যক্তি মাবুদের উপর নির্ভর করে,সে অটল মহব্বতে বেষ্টিত হবে।

11. হে ধার্মিকগণ, মাবুদে আনন্দ কর, উল্লাস কর;হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি কর।  

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 32