ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 22:2-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. হে আমার আল্লাহ্‌, আমি দিনে আহ্বান করি,কিন্তু তুমি উত্তর দাও না;রাতেও (ডাকি), আমার বিশ্রাম হয় না।

3. কিন্তু তুমিই পবিত্র,ইসরাইলের সমস্ত প্রশংসা তোমার সিংহাসন।

4. আমাদের পূর্বপুরুষেরা তোমাতেই বিশ্বাস করতেন;তাঁরা বিশ্বাস করতেন,আর তুমি তাঁদেরকে উদ্ধার করতে।

5. তাঁরা তোমার কাছে কান্নাকাটি করতেন আর রক্ষা পেতেন,তোমার উপর ঈমান এনে লজ্জিত হতেন না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 22