ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 20:7-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. এরা রথে ও ওরা ঘোড়ায় নির্ভর করে,কিন্তু আমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের নামের গর্ব করি।

8. তারা নত হয়েছে, পড়ে গেছে,কিন্তু আমরা উত্থিত হয়ে দাঁড়িয়ে আছি।

9. হে মাবুদ, বাদশাহ্‌কে জয় দান কর;যেদিন ডাকি, আমাদের উত্তর দাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 20