ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 19:11-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. তোমার গোলামও তা দ্বারা সুশিক্ষা পায়;তা পালন করলে মহা ফল হয়।

12. কে তার নিজের ভুল বুঝতে পারে?তুমি গুপ্ত দোষ থেকে আমাকে পরিষ্কার কর।

13. দুঃসাহসজনিত (গুনাহ্‌) হতেও নিজের গোলামকে পৃথক রাখ,সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক;তখন আমি সিদ্ধ হব এবং মহাগুনাহ্‌ থেকে পাক-পবিত্র হব।

14. আমার মুখের কথা ও আমার অন্তরের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক,হে মাবুদ, আমার শৈল, আমার মুক্তিদাতা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 19