ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 19:1-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আসমান আল্লাহ্‌র গৌরব বর্ণনা করে,আসমানের শূন্যস্থান তাঁর হস্তকৃত কাজ জ্ঞাপন করে।

2. দিন দিনের কাছে বাণী উচ্চারণ করে,রাত রাতের কাছে জ্ঞান ঘোষণা করে।

3. বাণী নেই, ভাষাও নেই,তাদের আওয়াজ শোনা যায় না।

4. তাদের স্বর সারা দুনিয়াতে ব্যাপ্ত,তাদের কালাম দুনিয়ার সীমা পর্যন্ত ব্যাপ্ত;তাদের মধ্যে তিনি সূর্যের জন্য একটি তাঁবু স্থাপন করেছেন।

5. সে বরের মত তাঁর বাসরগৃহ থেকে বেরিয়ে আসে,বীরের মত স্বীয় পথে দৌড়াবার জন্য আনন্দ করে।

6. সে আসমানের প্রান্ত থেকে যাত্রা করে,অপর প্রান্ত পর্যন্ত ঘুরে আসে;তার উত্তাপে কোন বস্তু লুকিয়ে থাকে না।

7. মাবুদের নির্দেশ সিদ্ধ, প্রাণের জন্য স্বাস্থ্যকর;মাবুদের সাক্ষ্য বিশ্বসনীয়, সরল লোকদের জ্ঞানদায়ক।

8. মাবুদের সমস্ত আদেশমালা যথার্থ, অন্তরের আনন্দবর্ধক;মাবুদের হুকুম নির্মল, চোখকে আলোকিত করে তোলে।

9. মাবুদের ভয় পবিত্র, চিরস্থায়ী,মাবুদের সমস্ত অনুশাসন সত্য, সর্বাংশে ন্যায্য।

10. তা সোনা ও প্রচুর খাঁটি সোনার চেয়ে বাঞ্ছনীয়,মধু ও মৌচাকের রস হতেও সুস্বাদু।

11. তোমার গোলামও তা দ্বারা সুশিক্ষা পায়;তা পালন করলে মহা ফল হয়।

12. কে তার নিজের ভুল বুঝতে পারে?তুমি গুপ্ত দোষ থেকে আমাকে পরিষ্কার কর।

13. দুঃসাহসজনিত (গুনাহ্‌) হতেও নিজের গোলামকে পৃথক রাখ,সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক;তখন আমি সিদ্ধ হব এবং মহাগুনাহ্‌ থেকে পাক-পবিত্র হব।

14. আমার মুখের কথা ও আমার অন্তরের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক,হে মাবুদ, আমার শৈল, আমার মুক্তিদাতা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 19