ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 18:37-47 কিতাবুল মোকাদ্দস (BACIB)

37. আমি দুশমনদের পিছনে দৌড়াব, তাদেরকে ধরবো,সংহার না করে ফিরে আসব না।

38. আমি তাদেরকে চূর্ণ করবো,তারা আর উঠতে পারবে না,তারা আমার পদতলে পতিত হবে।

39. কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়ে আমার কোমর বেঁধেছ;যারা আমার বিরুদ্ধে উঠেছিল,তাদেরকে তুমি আমার অধীনে নত করেছ।

40. আমার দুশমনদেরকে আমা থেকে ফিরিয়ে দিয়েছ,আমি আমার বিদ্বেষীদেরকে সংহার করেছি।

41. তারা আর্তনাদ করলো, কিন্তু রক্ষাকর্তা কেউ নেই;মাবুদের কাছে কান্নাকাটি করলো, কিন্তু তিনি জবাব দিলেন না।

42. তখন আমি তাদেরকে বায়ুচালিত ধূলিকণার মত চূর্ণ করলাম;পথের কাদার মত ফেলে দিলাম;

43. তুমি আমাকে লোকদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ,জাতিদের মস্তক হিসেবে নিযুক্ত করেছ;আমার অপরিচিত জাতি অমার গোলাম হবে।

44. শোনা মাত্র তারা আমার হুকুম মান্য করবে;বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করবে।

45. বিজাতি-সন্তানেরা ম্লান হবে,স্বকম্পে নিজ নিজ গুপ্ত স্থান থেকে বাইরে আসবে।

46. মাবুদ জীবন্ত, আমার শৈল ধন্য হোন,আমার উদ্ধারের আল্লাহ্‌ উন্নত হোন।

47. সেই আল্লাহ্‌ আমার পক্ষে প্রতিশোধ নেন,জাতিদেরকে, আমার অধীনে দমন করেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 18