ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 18:29-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

29. কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়াই;আমার আল্লাহ্‌র দ্বারা প্রাচীর পার হই।

30. তিনিই আল্লাহ্‌, তাঁর পথ সিদ্ধ;মাবুদের কালাম পরীক্ষাসিদ্ধ;যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তুমি তাদের সকলের ঢাল।

31. কারণ মাবুদ ছাড়া আর আল্লাহ্‌ কে আছে?আমাদের আল্লাহ্‌ ছাড়া আর শৈল কে আছে?

32. আল্লাহ্‌ বল দিয়ে আমার কোমরবন্ধনী পরিয়েছেন।তিনি আমার পথ সিদ্ধ করেছেন।

33. তিনি আমার চরণ হরিণীর চরণের মত করেন,উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 18