ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 149:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদের প্রশংসা হোক!মাবুদের উদ্দেশে নতুন গজল গাও;বিশ্বস্ত লোকদের সমাজে তাঁর প্রশংসা গাও।

2. ইসরাইল তাঁর নির্মাণকর্তাতে আনন্দ করুক,সিয়োন-সন্তানেরা নিজেদের বাদশাহ্‌তে উল্লসিত হোক।

3. তারা নৃত্যযোগে তাঁর নামের প্রশংসা করুক,তবল ও বীণাযোগে তাঁর প্রশংসা গান করুক;

4. কেননা মাবুদ তাঁর লোকদের প্রতি প্রীত,তিনি নম্রদেরকে বিজয়ে ভূষিত করবেন।

5. বিশ্বস্ত লোকেরা গৌরবে উল্লসিত হোক;তারা নিজ নিজ বিছানায় আনন্দগান করুক।

6. তাদের কণ্ঠে আল্লাহ্‌র উঁচু প্রশংসা,তাদের হাতে দ্বিধার তলোয়ার থাকুক;

7. যেন তারা জাতিদেরকে প্রতিফল দেয়,লোকবৃন্দকে শাস্তি দেয়;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 149