ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 148:1-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদের প্রশংসা হোক!বেহেশত থেকে মাবুদের প্রশংসা কর;ঊর্ধ্বস্থানে তাঁর প্রশংসা কর।

2. হে তাঁর সমস্ত ফেরেশতা, তাঁর প্রশংসা কর;হে তাঁর সমস্ত বাহিনী, তাঁর প্রশংসা কর।

3. হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা কর;হে উজ্জ্বল সমস্ত তারা, তাঁর প্রশংসা কর।

4. হে উচ্চতম বেহেশত, তাঁর প্রশংসা কর।হে আসমানের উপরের জলরাশি,তোমরাও তাঁর প্রশংসা কর।

5. এরা মাবুদের নামের প্রশংসা করুক,কেননা তিনি হুকুম করলেন, আর এরা সৃষ্ট হল;

6. তিনি চিরকালের জন্য তাদেরকে স্থাপন করেছেন,তিনি একটি নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙ্গতে পারবে না।

7. দুনিয়া থেকে মাবুদের প্রশংসা কর,হে প্রকাণ্ড জলচরগুলো ও সমস্ত জলধি;

8. আগুন ও শিলা, তুষার ও বাষ্প,তাঁর হুকুম পালন-করা প্রচণ্ড বায়ু;

9. পর্বতরাজি ও সমস্ত উপপর্বত,ফলের গাছগুলো ও সমস্ত এরস গাছ;

10. বন্য পশুদের ও সমস্ত গৃহপালিত পশু;সরীসৃপ ও উড়ে বেড়ানো সমস্ত পাখি;

11. দুনিয়ার বাদশাহ্‌রা ও সমস্ত জাতি;শাসনকর্তারা ও দুনিয়ার সকল বিচারকর্তা;

12. যুবকও যুবতীরা;বৃদ্ধ লোকেরা ও বালক-বালিকারা;

13. সকলে মাবুদের নামের প্রশংসা করুক,কেননা কেবল তাঁরই নাম উন্নত,তাঁর গৌরব দুনিয়া ও বেহেশতের উপরে স্থাপিত।

14. আর তিনি তাঁর লোকদের জন্য একটি শৃঙ্গ উত্তোলন করেছেন,তাঁর সমস্ত ভক্তের জন্য প্রশংসা কর,বনি-ইসরাইলদের জন্য তাঁর প্রশংসা কর, যারা তাঁর কাছের লোক।মাবুদের প্রশংসা হোক!

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 148