ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 147:2-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. মাবুদ জেরুশালেম গাঁথেন,তিনি ইসরাইলের দূরীকৃতদের সংগ্রহ করেন।

3. তিনি ভগ্নচিত্তদেরকে সুস্থ করেন,তাদের সমস্ত ক্ষত বেঁধে দেন।

4. তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন,সকলের নাম ধরে তাদের ডাকেন।

5. আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান;তাঁর বুদ্ধির সীমা নেই।

6. মাবুদ নম্রদেরকে সুস্থির রাখেন,তিনি দুষ্টদেরকে ভূমিতে ছুড়ে ফেলেন।

7. তোমরা স্তবসহ মাবুদের উদ্দেশে গজল গাও,বীণাযন্ত্রে আমাদের আল্লাহ্‌র প্রশংসা গাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 147