ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 143:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমার মুনাজাত শোন;আমার বিনতিতে কান দাও;তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দাও।

2. তোমার গোলামকে বিচারে এনো না,তোমার সাক্ষাতে তো কোন প্রাণী ধার্মিক নয়।

3. দুশমন আমার প্রাণকে তাড়না করেছে;সে আমার জীবন ভূমিতে ফেলে চূর্ণ করেছে;সে আমাকে অন্ধকারে বাস করিয়েছে,বহুদিন আগের মৃতদের মত করেছে।

4. এতে আমার রূহ্‌ হৃদয়ে অবসন্ন হয়েছে,আমার ভিতরে আমার অন্তর অসার হয়েছে।

5. আমি পূর্বকালের সমস্ত দিন স্মরণ করছি,তোমার সমস্ত কাজ ধ্যান করছি,তোমার হাতের কাজ আলোচনা করছি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 143