ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 140:1-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, দুর্বৃত্ত থেকে আমাকে উদ্ধার কর,দুর্জন থেকে আমাকে রক্ষা কর।

2. তারা মনে মনে দুষ্ট কল্পনা করে।প্রতিদিন যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করে।

3. তারা সাপের মত নিজ নিজ জিহ্বা ধারালো করেছে,তাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসাপের বিষ থাকে। [সেলা।]

4. হে মাবুদ, দুষ্টের হাত থেকে আমাকে পাহারা দাও,দুর্জন থেকে আমাকে রক্ষা কর;তারা আমার পা ফাঁদে ফেলবার সঙ্কল্প করেছে।

5. অহঙ্কারীরা গোপনে আমার জন্য ফাঁদ ও দড়ি প্রস্তুত করেছে,তারা পথের পাশে জাল পেতেছে,আমার জন্য ফাঁদ বসিয়েছে। [সেলা।]

6. আমি মাবুদকে বললাম, তুমি আমার আল্লাহ্‌;হে মালিক, আমার ফরিয়াদে কান দাও।

7. হে সার্বভৌম মাবুদ, আমার শক্তিশালী উদ্ধারকর্তা,যুদ্ধের দিনে তুমি আমার মাথা আচ্ছাদন করেছ।

8. হে মাবুদ, দুষ্টের বাসনা পূর্ণ করো না;তার সঙ্কল্প সিদ্ধ করো না, পাছে তারা গর্বিত হয়। [সেলা।]

9. যারা আমাকে ঘিরে ফেলে,তাদের মাথা তাদের ওষ্ঠাধরের জোর-জুলুমে আচ্ছাদিত হোক;

10. তাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক,তারা নিক্ষিপ্ত হোক অগ্নিতে,নিক্ষিপ্ত হোক গভীর খাতে, যতে আর না ওঠে।

11. দুনিয়াতে নিন্দুকেরা স্থির থাকতে পারবে না;অমঙ্গল দুর্জনকে নিপাত করার জন্য মৃগয়া করবে।

12. আমি জানি, মাবুদ দুঃখীর ঝগড়া,ও দরিদ্রবর্গের বিচার নিষ্পন্ন করবেন।

13. ধার্মিকেরা অবশ্য তোমার নামের শুকরিয়া করবে;সরল লোকেরা তোমার সাক্ষাতে বাস করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 140