ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 136:8-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. যিনি দিনে কর্তৃত্ব করবার জন্য সূর্য নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

9. রাতে কর্তৃত্ব করবার জন্য চন্দ্র ও তারা নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

10. যিনি মিসরের প্রথমজাতদের আঘাত করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

11. এবং তাদের মধ্য থেকে ইসরাইলকে বের করে আনলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

12. শক্তিশালী হাত ও বাড়িয়ে দেওয়া বাহু দ্বারাই আনলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

13. যিনি লোহিত সাগরকে দু’ভাগ করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

14. এবং তার মধ্য দিয়ে ইসরাইলকে পার করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

15. কিন্তু ফেরাউন ও তাঁর বাহিনীকে লোহিত সাগরে ঠেলে দিলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 136