ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 136:1-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তোমরা মাবুদের শুকরিয়া কর, কেননা তিনি মঙ্গলময়;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

2. দেবতাদের আল্লাহ্‌র শুকরিয়া কর;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

3. প্রভুদের প্রভুকে শুকরিয়া দাও;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

4. যিনি একা মহৎ মহৎ অলৌকিক কাজ করেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

5. যিনি বুদ্ধি দ্বারা আসমান নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

6. যিনি পানির উপরে দুনিয়া বিস্তার করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

7. যিনি বড় বড় জ্যোতিষ্ক নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

8. যিনি দিনে কর্তৃত্ব করবার জন্য সূর্য নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

9. রাতে কর্তৃত্ব করবার জন্য চন্দ্র ও তারা নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

10. যিনি মিসরের প্রথমজাতদের আঘাত করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

11. এবং তাদের মধ্য থেকে ইসরাইলকে বের করে আনলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 136