ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 128:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সুখী সেই জন, যে কেউ মাবুদকে ভয় করে,যে তাঁর সকল পথে চলে।

2. বাস্তবিক তুমি নিজের হাতের পরিশ্রমের ফল ভোগ করবে,তুমি সুখী হবে ও তোমার মঙ্গল হবে।

3. তোমার বাড়ির অন্তঃপুরে তোমার স্ত্রীফলবতী আঙ্গুরলতার মত হবে,তোমার মেঝের চারদিকে তোমার সন্তানেরাজলপাই গাছের চারার মত হবে।

4. দেখ, যে ব্যক্তি মাবুদকে ভয় করে,সে এভাবে দোয়া লাভ করে।

5. মাবুদ সিয়োন থেকে তোমাকে দোয়া করুন,যেন তুমি সারা জীবন জেরুশালেমের মঙ্গল দেখতে পাও,

6. এবং তোমার সন্তানদের বংশ দেখতে পাও।ইসরাইলের উপরে শান্তি বর্তুক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 128