ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 119:63-67 কিতাবুল মোকাদ্দস (BACIB)

63. আমি সেই সবের সখা, যারা তোমাকে ভয় করে,এবং যারা তোমার আদেশমালা পালন করে।

64. তোমার অটল মহব্বতে, হে মাবুদ, দুনিয়া পরিপূর্ণ,আমাকে তোমার বিধিগুলো শিক্ষা দাও।  

65. তুমি তোমার গোলামের প্রতি মঙ্গল ব্যবহার করেছ,হে মাবুদ, তোমার কালাম অনুসারে করেছ।

66. উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও,কেননা আমি তোমার আদেশগুলোতে বিশ্বাস করে আসছি।

67. দুঃখার্ত হবার আগে আমি ভ্রান্ত ছিলাম,কিন্তু এখন তোমার কালাম পালন করছি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 119