ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 119:138-150 কিতাবুল মোকাদ্দস (BACIB)

138. তুমি ধর্মশীলতায় এবং অতীব বিশ্বস্ততায়তোমার নির্দেশগুলো হুকুম করেছ।

139. আমার গভীর আগ্রহ আমাকে গ্রাস করেছে,কারণ আমার দুশমনরা তোমার সমস্ত কালাম ভুলে গেছে।

140. তোমার কালাম অতীব পরীক্ষাসিদ্ধ,তাই তোমার গোলাম তা মহব্বত করে।

141. আমি ক্ষুদ্র ও অবজ্ঞাত,[কিন্তু] আমি তোমার আদেশমালা ভুলে যাই নি।

142. তোমার ধর্মশীলতা চিরস্থায়ী,আর তোমার শরীয়ত সত্য।

143. সঙ্কট ও দুর্দশা আমাকে পেয়ে বসেছে,[তবুও] তোমার সমস্ত হুকুম আমার আনন্দদায়ক।

144. তোমার নির্দেশগুলো অনন্তকাল ধরে ধর্মময়;আমাকে বুদ্ধি দাও, তাতে আমি বাঁচব।

145. আমি সর্বান্তঃকরণে ডেকেছি;হে মাবুদ, আমাকে উত্তর দাও,আমি তোমার বিধিগুলো পালন করবো।

146. আমি তোমাকে ডেকেছি, আমাকে নিস্তার কর,তাতে আমি তোমার নির্দেশগুলো পালন করবো।

147. আমি প্রভাতের আগেও উঠে আর্তনাদ করলাম,আমি তোমার কালামে ভরসা স্থাপন করেছি।

148. আমার চোখ সমস্ত রাত উন্মীলিত ছিল,যেন তোমার প্রতিজ্ঞাগুলো ধ্যান করতে পারি।

149. তোমার অটল মহব্বত অনুসারে আমার কথা শোন;হে মাবুদ, তোমার শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর।

150. কুকর্মের অনুগামীরা নিকটবর্তী;তারা তোমার শরীয়ত থেকে দূরবর্তী।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 119