ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 119:105-109 কিতাবুল মোকাদ্দস (BACIB)

105. তোমার কালাম আমার চরণের প্রদীপ,আমার পথের আলো।

106. আমি শপথ করেছি, স্থির করেছি,তোমার ধর্মময় সমস্ত অনুশাসন পালন করবো।

107. আমি অতিশয় দুঃখার্ত;হে মাবুদ, তোমার কালাম অনুসারে আমাকে সঞ্জীবিত কর।

108. হে মাবুদ, আরজ করি,আমার স্বেচ্ছায় দেওয়া মুখের সমস্ত উপহার গ্রাহ্য কর,ও তোমার সমস্ত অনুশাসন আমাকে শিক্ষা দাও।

109. আমার প্রাণ নিরন্তর আমার হাতের মুঠোয় থাকে,তবুও আমি তোমার শরীয়ত ভুলে যাই না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 119