ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 119:102-119 কিতাবুল মোকাদ্দস (BACIB)

102. আমি তোমার অনুশাসন-পথ থেকে ফিরে যাই নি,কারণ তুমিই আমাকে শিক্ষা দিয়াছ।

103. তোমার বচনগুলো আমার রসনাতে কেমন মিষ্ট লাগে!তা আমার মুখে মধু হতেও মধুর!

104. তোমার আদেশমালা দ্বারা আমার বুদ্ধিলাভ হয়,তাই আমি সমুদয় মিথ্যাপথ ঘৃণা করি।

105. তোমার কালাম আমার চরণের প্রদীপ,আমার পথের আলো।

106. আমি শপথ করেছি, স্থির করেছি,তোমার ধর্মময় সমস্ত অনুশাসন পালন করবো।

107. আমি অতিশয় দুঃখার্ত;হে মাবুদ, তোমার কালাম অনুসারে আমাকে সঞ্জীবিত কর।

108. হে মাবুদ, আরজ করি,আমার স্বেচ্ছায় দেওয়া মুখের সমস্ত উপহার গ্রাহ্য কর,ও তোমার সমস্ত অনুশাসন আমাকে শিক্ষা দাও।

109. আমার প্রাণ নিরন্তর আমার হাতের মুঠোয় থাকে,তবুও আমি তোমার শরীয়ত ভুলে যাই না।

110. দুষ্টরা আমার জন্য ফাঁদ পেতেছে,কিন্তু আমি তোমার আদেশমালা থেকে বিপথগামী হই না।

111. তোমার নির্দেশগুলো আমি চিরতরে অধিকার করেছি,কারণ সেই সমস্ত আমার অন্তরের আনন্দ বৃদ্ধি করে।

112. আমি তোমার বিধিগুলো পালন করতে মনকে অবনত করেছি,চিরকালের জন্য, শেষ পর্যন্ত।  

113. আমি দ্বিমনাদের ঘৃণা করি,কিন্তু তোমার শরীয়ত মহব্বত করি।

114. তুমি আমার অন্তরাল ও আমার ঢাল;আমি তোমার কালামে প্রত্যাশা রাখি।

115. দুর্বৃত্তরা, আমার কাছ থেকে দূর হও;আমি আমার আল্লাহ্‌র সমস্ত হুকুম পালন করবো।

116. তোমার কথা অনুসারে আমাকে ধারণ কর, তাতে বাঁচবো,আমাকে নিজের আশার বিষয়ে লজ্জিত হতে দিও না।

117. আমাকে ধরে রাখ, তাতে রক্ষা পাব,আর তোমার বিধিগুলো সর্বদা মান্য করবো।

118. তুমি তাদের সকলকে হেয়জ্ঞান করেছ,যারা তোমার বিধি-পথ থেকে ভুল পথে চলে;কেননা তাদের প্রবঞ্চনা অসার।

119. তুমি দুনিয়ার সমস্ত দুষ্টকে আবর্জনার মত দূর করে থাক,তাই আমি তোমার নির্দেশগুলো ভালবাসি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 119