ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 114:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ইসরাইল যখন বের হয়ে আসল মিসর থেকে,ইয়াকুবের বংশ পরভাষী লোক থেকে,

2. তখন এহুদা হল আল্লাহ্‌র পবিত্র স্থান,ইসরাইল হল তাঁর রাজ্য।

3. তা দেখে সমুদ্র পালিয়ে গেল,জর্ডান নদীর পানি উজানে বইল।

4. পর্বতমালা লাফ দিল ভেড়ার মত,উপপর্বতগুলো লাফ দিল ভেড়ার বাচ্চার মত।

5. তোমার কি হল, সমুদ্র, তুমি কেন পালালে?জর্ডান নদী, তুমি কেন উজানে বইলে?

6. পর্বতমালা, তোমরা কেন লাফ দিলে ভেড়ার মত?উপপর্বতগুলো, তোমরা কেন লাফ দিলে ভেড়ার বাচ্চার মত?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 114