ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 112:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদের প্রশংসা হোক!সুখী সেই জন, যে মাবুদকে ভয় করে,যে তাঁর হুকুমনামায় অতিমাত্র প্রীত হয়।

2. তার বংশ দুনিয়াতে বিক্রমশালী হবে;সরল লোকের গোষ্ঠী দোয়া পাবে।

3. তার বাড়িতে ধন ও ঐশ্বর্য থাকে,তার ধার্মিকতা নিত্যস্থায়ী।

4. সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়;সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।

5. যে জন কৃপা করে ও ঋণ দেয়, তার মঙ্গল হয়;সে ন্যায়বিচারে তার সমস্ত কাজ নিষ্পন্ন করবে।

6. কারণ সে কোন কালে বিচলিত হবে না;ধার্মিক চিরকাল স্মরণে থাকবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 112