ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 11:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি মাবুদের আশ্রয় নিয়েছি;তোমরা কি ভেবে আমার প্রাণকে বল,পাখির মত তোমাদের পর্বতে উড়ে যাও;

2. কেননা দেখ, দুষ্টরা ধনুকে চাড়া দিচ্ছে,নিজ নিজ তীর গুণে যোগ করছে,যেন সরলচিত্তদের অন্ধকারে বিদ্ধ করে;

3. যদি সমস্ত মূলবস্তু উৎপাটিত হয়,তবে ধার্মিক কি করবে?

4. মাবুদ তাঁর পবিত্র বায়তুল মোকাদ্দসে আছেন;মাবুদের সিংহাসন বেহেশতে;তাঁর দৃষ্টি নিরীক্ষণ করছে,তাঁর চোখ মানবজাতিকে পরীক্ষা করছে।

5. মাবুদ ধার্মিকের ও দুষ্টের পরীক্ষা করেন,এবং দৌরাত্ম্য প্রিয় লোক তাঁর প্রাণের ঘৃণাস্পদ।

6. তিনি দুষ্টদের উপরে জ্বলন্ত কয়লা বর্ষণ করবেন,উত্তপ্ত বায়ু তাদের পানপাত্রের পেয় দ্রব্য হবে।

7. কেননা মাবুদ ধর্মময়, ধর্মকর্মই ভালবাসেন;সরল লোক তাঁর মুখ দর্শন করবেন।  

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 11