ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 109:11-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. মহাজন তার সর্বস্ব আটক করুক,অপর লোকেরা তার শ্রমফল লুট করুক।

12. তার প্রতি কৃপা করে, এমন কেউ না থাকুক,তার এতিম সন্তানদের প্রতি কেউ দয়া না করুক।

13. তার ভবিষ্যৎ বংশ উচ্ছিন্ন হোক,পরবর্তী বংশধরের সময়ে তাদের নাম মুছে যাক।

14. তার পিতৃগণের অধর্ম মাবুদের স্মরণে থাকুক,তার মায়ের গুনাহ্‌ মুছে না যাক।

15. সেসব সর্বদা মাবুদের সাক্ষাতে থাকুক,যেন তিনি দুনিয়া থেকে তাদের স্মৃৃতি লোপ করেন।

16. কেননা সে দয়া করার বিষয় বিবেচনা করতো না,কিন্তু তাড়না করতো দুঃখী ও দরিদ্র ব্যক্তিকে,ও ভগ্ন হৃদয়ের লোককে, হত্যা করার জন্য।

17. সে বদদোয়া দিতে ভালবাসত, তা তারই প্রতি ঘটলো;দোয়া করতে তার ভাল লাগতো না,তাই সে তা থেকে দূরে রইলো।

18. সে বদদোয়াকে কাপড়ের মত পরতো,তা তার অন্তরে পানির মত প্রবেশ করলো,তার অস্থিতে তেলের মত প্রবিষ্ট হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 109