ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 107:25-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. তিনি হুকুম দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন,তা পানির তরঙ্গমালা উঠায়।

26. তারা আসমানে উঠে, তারা পানির গভীরে নামে;বিপাকে পড়ে তাদের প্রাণ গলে যায়।

27. তারা মাতাল ব্যক্তির মত হেলেদুলে ঢুলে পড়ে,তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়।

28. সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে,আর তিনি তাদেরকে দুর্দশা থেকে উদ্ধার করেন।

29. তিনি ঝড় প্রশমিত করেন;তাতে জলরাশির তরঙ্গগুলো নিস্তব্ধ হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 107