ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 105:23-38 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. আর ইসরাইল মিসরে উপস্থিত হলেন,ইয়াকুব হামের দেশে প্রবাস করলেন।

24. আল্লাহ্‌ নিজের লোকদের অতিশয় বংশবৃদ্ধি করলেন,দুশমনদের থেকে তাদেরকে বলবান করলেন।

25. তিনি ওদের অন্তর এমনভাবে ফিরালেন যে,ওরা তাঁর লোকদেরকে ঘৃণা করলো,তাঁর গোলামদের প্রতি ধূর্ততার ব্যবহার করলো।

26. তিনি পাঠালেন তাঁর গোলাম মূসা ও হারুনকে,যাঁকে তিনি মনোনীত করেছিলেন।

27. তাঁরা ওদের মধ্যে তাঁর নানা চিহ্ন,হামের দেশে নানা অদ্ভুত লক্ষণ দেখালেন।

28. তিনি অন্ধকার পাঠালেন, আর অন্ধকার হল;তাঁরা তাঁর কালামের বিরুদ্ধাচরণ করলেন না।

29. তিনি ওদের পানি রক্তে পরিণত করলেন,ওদের সমস্ত মাছ মেরে ফেললেন।

30. ওদের দেশ ব্যাঙে পরিপূর্ণ হল,ওদের বাদশাহ্‌দের অন্তঃপুরে তা প্রবেশ করলো।

31. তিনি বললেন, আর ডাঁশ মাছির ঝাঁক এল,পিশুরা এল ওদের সমস্ত অঞ্চলে।  

32. তিনি ওদেরকে বৃষ্টির পরিবর্তে শিলা দিলেন,ওদের দেশে শিখাযুক্ত আগুন বর্ষণ করলেন।

33. আর তিনি ওদের আঙ্গুরলতা ও ডুমুরগাছে আঘাত করলেন,ওদের অঞ্চলের গাছ ভেঙ্গে ফেললেন।

34. তিনি বললেন, আর পঙ্গপাল এল,অসংখ্য পতঙ্গ এল।

35. তারা ওদের দেশের সমস্ত ওষধি গ্রাস করলো,ওদের ভূমির ফল খেয়ে ফেললো।

36. আর তিনি ওদের দেশে প্রথমজাত সকলকে,ওদের সমস্ত শক্তির প্রথম ফলকে, আঘাত করলেন।

37. পরে তিনি লোকদেরকে রূপা ও সোনার সঙ্গে বের করে আনলেন,তাঁর গোষ্ঠীগুলোর মধ্যে এক জনও হোঁচট খায় নি।

38. তারা প্রস্থান করলে মিসর আনন্দ করলো,কারণ ওরা তাদের থেকে ত্রাসযুক্ত হয়েছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 105