ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 104:7-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তোমার ভর্ৎসনায় সেই পানি পালিয়ে গেল,তোমার বজ্রনাদে তা বেগে প্রস্থান করলো।

8. পর্বতমালা উঁচু হল, উপত্যকা নিম্ন হল,তুমি পানির জন্য যে স্থান প্রস্তুত করেছিলে, পানি সেখানে গেল।

9. তুমি সীমা স্থাপন করেছ, যেন পানি তা অতিক্রম না করে,যেন ফিরে দুনিয়াকে আচ্ছন্ন না করে।

10. তিনি উপত্যকায় ফোয়ারার প্রবাহ প্রেরণ করে থাকেন;সেগুলো পর্বতমালার মধ্যে প্রবাহিত হয়।

11. সেগুলো মাঠের সমস্ত পশুকে পানি দেয়;বনগর্দভেরা তৃষ্ণা নিবারণ করে।

12. সেই সবের তীরে আসমানের পাখিরা বাসা করে,ডালের মধ্য থেকে গান গায়।

13. তিনি উপরের কক্ষ থেকে পর্বতে পানি সেচন করেন;তোমার কাজের ফলে দুনিয়া পরিতৃপ্ত হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 104