ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 104:28-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

28. তুমি তাদেরকে দিলে তারা সংগ্রহ করে;তুমি হাত খুললে তারা মঙ্গলে তৃপ্ত হয়।

29. তুমি নিজের মুখ আচ্ছাদন করলে তারা ভীষণ ভয় পায়;তুমি তাদের নিশ্বাস হরণ করলে তারা মৃত্যুবরণ করে,তাদের ধূলিতে ফিরে যায়।

30. তুমি নিজের রূহ্‌ পাঠালে তাদের সৃষ্টি হয়,আর তুমি ভূমিতল নবীন করে থাক।

31. মাবুদের গৌরব অনন্তকাল থাকুক,মাবুদ নিজের কাজে আনন্দ করুন।

32. তিনি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করলে তা কাঁপে;তিনি পর্বতরাজিকে স্পর্শ করলে তারা ধূমায়িত হয়।

33. আমি সারা জীবন মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব;আমি যতকাল বেঁচে থাকি,আমার আল্লাহ্‌র প্রশংসা গজল গাইব।

34. তাঁর কাছে আমার ধ্যান মধুর হোক;আমি মাবুদে আনন্দ করবো।

35. গুনাহ্‌গার লোকেরা দুনিয়া থেকে উচ্ছিন্ন হোক,দুষ্টরা আর না থাকুক।হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর।মাবুদের প্রশংসা হোক!

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 104