ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 104:13-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. তিনি উপরের কক্ষ থেকে পর্বতে পানি সেচন করেন;তোমার কাজের ফলে দুনিয়া পরিতৃপ্ত হয়।

14. তিনি পশু পালের জন্য ঘাস অঙ্কুরিত করেন;মানুষের সেবার জন্য ওষধি অঙ্কুরিত করেন;এভাবে ভূমি থেকে খাদ্য উৎপন্ন করেন,

15. আর মানুষের অন্তরের আনন্দদায়ক আঙ্গুর-রস,মুখের প্রফুল্লতা-জনক তেল,ও মানুষের অন্তরের বল-সাধক খাদ্য উৎপন্ন করেন।

16. পরিতৃপ্ত হয়েছে মাবুদের গাছগুলো,লেবাননের সেই এরস গাছগুলো, যা তিনি রোপণ করেছেন।

17. তার মধ্যে ছোট পাখিরা বাসা করে;দেবদারু গাছ হাড়গিলার বাসস্থান।

18. উঁচু পর্বত সব বন্য ছাগলের আবাস,সমস্ত শৈল শাফন পশুর আশ্রয়।

19. তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করেছেন,সূর্য তার অস্তগমনের সময় জানে।

20. তুমি অন্ধকার করলে রাত হয়,তখন সমস্ত বন্যপশু ঘুরে বেড়ায়,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 104