ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 104:11-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. সেগুলো মাঠের সমস্ত পশুকে পানি দেয়;বনগর্দভেরা তৃষ্ণা নিবারণ করে।

12. সেই সবের তীরে আসমানের পাখিরা বাসা করে,ডালের মধ্য থেকে গান গায়।

13. তিনি উপরের কক্ষ থেকে পর্বতে পানি সেচন করেন;তোমার কাজের ফলে দুনিয়া পরিতৃপ্ত হয়।

14. তিনি পশু পালের জন্য ঘাস অঙ্কুরিত করেন;মানুষের সেবার জন্য ওষধি অঙ্কুরিত করেন;এভাবে ভূমি থেকে খাদ্য উৎপন্ন করেন,

15. আর মানুষের অন্তরের আনন্দদায়ক আঙ্গুর-রস,মুখের প্রফুল্লতা-জনক তেল,ও মানুষের অন্তরের বল-সাধক খাদ্য উৎপন্ন করেন।

16. পরিতৃপ্ত হয়েছে মাবুদের গাছগুলো,লেবাননের সেই এরস গাছগুলো, যা তিনি রোপণ করেছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 104