ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 103:3-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. তিনি তোমার সমস্ত অধর্ম মাফ করেন,তোমার সমস্ত রোগের প্রতিকার করেন।

4. তিনি কূপ থেকে তোমার জীবন মুক্ত করেন,অটল মহব্বত ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন।

5. তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন,ঈগল পাখির মত তোমার নতুন যৌবন হয়।

6. মাবুদ ধর্মকার্য সাধন করেন,নির্যাতিত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন।

7. তিনি জানালেন মূসাকে তাঁর পথ,বনি-ইসরাইলকে তাঁর কর্মগুলো।

8. মাবুদ স্নেহশীল ও কৃপাময়,ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান।

9. তিনি নিত্য অনুযোগ করবেন না,চিরকাল ক্রোধ রাখবেন না।

10. তিনি আমাদের প্রতি আমাদের গুনাহ্‌ অনুযায়ী ব্যবহার করেন নি,আমাদের অধর্মানুযায়ী প্রতিফল আমাদের দেন নি।

11. কারণ দুনিয়ার উপরে আসমান যত উঁচু,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,তাদের উপরে তাঁর অটল মহব্বত তত মহৎ।

12. পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূরবর্তী,তিনি আমাদের থেকে আমাদের অপরাধগুলো তেমনি দূরবর্তী করেছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 103