ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 10:5-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. দুষ্টের পথ সর্বদা উন্নতির দিকে,তোমার সমস্ত বিচার ঊর্ধ্বে,তার দৃষ্টির বহির্ভূত থাকে;সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে।

6. সে মনে মনে বলে আমি বিচলিত হব না,পুরুষানুক্রমে কখনও বিপদগ্রস্ত হব না।

7. তার মুখ বদদোয়া, ছলনা ও শঠতায় পূর্ণ;তার জিহ্বার নিচে জুলুম ও অন্যায় থাকে।

8. সে গ্রামের গুপ্ত স্থানে বসে থাকে,নিভৃত স্থানে নির্বোধকে খুন করে;তার চোখ এতিমকে ধরবার জন্য লুকিয়ে থাকে।

9. সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্তস্থানে থাকে,দুঃখীকে ধরবার জন্য অন্তরালে থাকে;সে দুঃখীকে ধরে, নিজের জালে টানে।

10. সে ওঁৎ পেতে থাকে, সে অবনত হয়,এতিমরা তার প্রবল থাবার নিচে পড়ে।

11. সে মনে মনে বলে, আল্লাহ্‌ ভুলে গেছেন,তিনি মুখ লুকিয়েছেন,কখনও দেখবেন না;

12. হে মাবুদ, উঠ;হে আল্লাহ্‌, তোমার হাত বাড়িয়ে দাও।দুঃখীদেরকে ভুলে যেও না।

13. দুষ্ট কেন আল্লাহ্‌কে অবজ্ঞা করে?কেন মনে মনে বলে, তুমি অনুসন্ধান করবে না?

14. তুমি দেখেছ, কেননা তুমি জুলুম ও দুর্দশার প্রতি দৃষ্টিপাত করছো,যেন তার প্রতিকার নিজের হাতে কর;এতিম তো তোমারই উপরে তার ভার তুলে দেয়;তুমিই এতিমের সহায়।

15. দুর্বৃত্তদের বাহু ভেঙ্গে ফেল,দুর্বৃত্তের নাফরমানীর অনুসন্ধান কর,যতদিন লেশমাত্র না থাকে।

16. মাবুদ অনন্তকালীন বাদশাহ্‌;জাতিরা তাঁর দেশ থেকে ধ্বংস হয়ে গেছে।

17. হে মাবুদ, তুমি নম্রদের আকাঙ্খা শুনেছ;তুমি তাদের অন্তর সুস্থির করবে,তুমি তাদের ফরিয়াদ শুনবে;

18. এতিম ও নির্যাতিত লোকদের বিচার করার জন্য,যেন মাটির সৃষ্ট মানুষ আর দুর্দান্ত না থাকে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 10