ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 1:4-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. দুষ্টরা সেরকম নয়;কিন্তু তারা বায়ুচালিত তুষের মত।

5. এজন্য দুষ্টরা বিচারে টিকবে না,গুনাহ্‌গারেরা ধার্মিকদের জমায়েতে দাঁড়াবে না।

6. কারণ ধার্মিকদের পথের উপর মাবুদের দৃষ্টি আছে,কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হবে।  

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 1