ওল্ড টেস্টামেন্ট

নববিধান

কাজীগণ 9:8-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. একদিন গাছেরা তাদের উপরে এক জন বাদশাহ্‌কে অভিষেক করার জন্য তার খোঁজ করতে বের হল। তারা জলপাই গাছকে বললো, তুমি আমাদের উপরে রাজত্ব কর।

9. জলপাই গাছ তাদেরকে বললো, আমার যে তেলের জন্য আল্লাহ্‌ ও মানুষেরা আমার গৌরব করেন, তা ত্যাগ করে আমি কি গাছগুলোর উপরে দুলতে থাকব?

10. পরে গাছেরা ডুমুর গাছকে বললো, তুমি এসে আমাদের উপরে রাজত্ব কর।

11. ডুমুর গাছ তাদেরকে বললো, আমি কি আমার মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করে গাছগুলোর উপরে দুলতে থাকব?

12. পরে গাছেরা আঙ্গুরলতাকে বললো, তুমি এসে আমাদের উপরে রাজত্ব কর।

13. আঙ্গুরলতা তাদেরকে বললো, আমার যে রস আল্লাহ্‌ ও মানুষকে খুশি করে, তা ত্যাগ করে আমি কি গাছগুলোর উপরে দুলতে থাকব?

14. পরে সমস্ত গাছ কাঁটাগাছকে বললো, তুমি এসে আমাদের উপরে রাজত্ব কর।

15. কাঁটাগাছ সেই গাছগুলোকে বললো, তোমরা যদি তোমাদের উপরে বাস্তবিক আমাকে বাদশাহ্‌ বলে অভিষেক কর, তবে এসে আমার ছায়ায় আশ্রয় নাও; যদি না নাও, তবে এই কাঁটাগাছ থেকে আগুন বের হয়ে লেবাননের এরস গাছগুলোকে গ্রাস করুক।

16. এখন আবিমালেককে বাদশাহ্‌ করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করে থাক এবং যদি যিরুব্বালের ও তাঁর কুলের প্রতি সদাচরণ ও তাঁর হস্তকৃত উপকার অনুসারে তাঁর প্রতি ব্যবহার করে থাক,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন কাজীগণ 9