ওল্ড টেস্টামেন্ট

নববিধান

কাজীগণ 7:11-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. এবং ওরা যা বলে তা শোন। এর পরে তোমার হাত শক্তিশালী হবে, তাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নেমে যাবে। তখন তিনি তাঁর ভৃত্য ফুরাকে সঙ্গে নিয়ে শিবিরের সসজ্জ লোকদের প্রান্তভাগ পর্যন্ত নেমে গেলেন।

12. তখন মাদিয়ানীয়, আমালেকীয় ও পূর্বদেশের সমস্ত লোক এত বেশি ছিল যে, তারা পঙ্গপালের মত উপত্যকাতে পড়েছিল এবং তাদের উটও এত বেশি ছিল যে, সেগুলো ছিল সমুদ্র-তীরের বালুকণার মত অসংখ্য।

13. পরে গিদিয়োন আসলেন, আর দেখ, তাদের মধ্যে এক জন তার বন্ধুকে এই স্বপ্নের কথা বললো, দেখ, আমি একটা স্বপ্ন দেখেছি, আর দেখ, যেন যবের একটা রুটি মাদিয়ানের শিবিরের মধ্য দিয়ে গড়িয়ে গেল এবং তাঁবুর কাছে উপস্থিত হয়ে আঘাত করলো; তাতে তাঁবুখানি উল্টে লম্বমান হয়ে পড়লো।

14. তখন তার বন্ধু জবাবে বললো, ওটা আর কিছু নয়, ইসরায়েলীয় যোয়াশের পুত্র গিদিয়োনের তলোয়ার; আল্লাহ্‌ মাদিয়ান ও সমস্ত শিবিরকে তাঁর হাতে তুলে দিয়েছেন।

15. তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তার অর্থ শুনে সেজ্‌দা করলেন; পরে ইসরাইলের শিবিরে ফিরে এসে বললেন, উঠ, কেননা মাবুদ তোমাদের হাতে মাদিয়ানের শিবির তুলে দিয়েছেন।

16. পরে তিনি ঐ তিন শত লোককে তিন দলে ভাগ করে প্রত্যেকের হাতে এক একটি তূরী এবং একটি শূন্য ঘট ও ঘটের মধ্যে মশাল দিলেন।

17. তিনি তাদেরকে বললেন, তোমরা আমার প্রতি দৃষ্টি রেখে আমার মত কাজ করবে; দেখ, আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হলে যেরকম করবো, তোমরাও সেরকম করবে।

18. আমি ও আমার সঙ্গীরা সকলে তূরী বাজালে তোমরাও সমস্ত শিবিরের চারদিকে থেকে তূরী বাজাবে, আর বলবে,“মাবুদের জন্য ও গিদিয়োনের জন্য”।

19. পরে মাঝ রাতের প্রথমে নতুন প্রহরী স্থাপিত হওয়ামাত্র গিদিয়োন ও তাঁর সঙ্গী এক শত লোক শিবিরের প্রান্তভাগে উপস্থিত হয়ে তুরী বাজালেন এবং নিজ নিজ হাতে থাকা ঘট ভেঙে ফেলবেন।

20. এভাবে তিন দলই তূরী বাজাল ও ঘট ভেঙে ফেললো এবং বাম হাতে মশাল ও ডান হাতে বাজাবার তূরী ধরে চিৎকার করে বলতে লাগল, “মাবুদের ও গিদিয়োনের তলোয়ার”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন কাজীগণ 7