ওল্ড টেস্টামেন্ট

নববিধান

কাজীগণ 5:21-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. কীশোন নদী তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল;সেই প্রাচীন নদী, কীশোন নদী।হে আমার প্রাণ, সবলে অগ্রসর হও।

22. তখন ঘোড়াগুলোর খুরের ঘায়ে ভূমি কেঁপে উঠলো,তাদের পরাক্রমীদের ছুটে চলার গতিতে কেঁপে উঠলো।

23. মাবুদের ফেরেশতা বলেন, মেরোসকে বদদোয়া দাও,সেই স্থানের অধিবাসীদেরকে দারুণ বদদোয়া দাও;কেননা তারা এল না মাবুদের সাহায্যের জন্য,মাবুদের সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।

24. মহিলাদের মধ্যে যায়েল ধন্যা,কেনীয় হেবরের পত্নী ধন্যা,তাঁবুবাসিনী স্ত্রীলোকদের মধ্যে তিনি ধন্যা।

25. সে পানি চাইল, তিনি তাকে দুধ দিলেন।রাজোপযোগী পাত্রে ক্ষীর এনে দিলেন।

26. তিনি গোঁজে হাত দিলেন।কর্মকারের হাতুড়ি ডান হাত দিলেন;তিনি সীষরাকে হাতুড়ি মারলেন,তার মস্তক বিদ্ধ করলেন,তার কাণপাটি ভাঙলেন, বিদ্ধ করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন কাজীগণ 5