ওল্ড টেস্টামেন্ট

নববিধান

কাজীগণ 5:15-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. ইষাখরের নেতৃবর্গ দবোরার সঙ্গী ছিলেন,ইষাখর যেমন বারকও তেমনি,তাঁর পিছনে তাঁরা বেগে উপত্যকায় গেলেন।রূবেণ-বংশধরদের কি করা উচিত তা চিন্তা করতে লাগল।

16. তুমি কেন মেষবাথানের মধ্যে বসলে?কি ভেড়ার রাখালদের বাঁশীর বাজনা শুনবার জন্য?রূবেণ-বংশধরদের মধ্যে গুরুতর চিত্ত পরীক্ষা হল।

17. গিলিয়দ জর্ডানের ওপারে বাস করলো,আর দান কেন জাহাজে রইলো?আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসে থাকলো,নিজের খালের ধারে বাস করলো।

18. সবূলূনের লোকেরা প্রাণ তুচ্ছ করলো মৃত্যু পর্যন্ত,নপ্তালিও করলো ক্ষেতের উঁচু উঁচু স্থানে।

19. বাদশাহ্‌রা এসে যুদ্ধ করলেন,তখন কেনানের বাদশাহ্‌রা যুদ্ধ করলেন,মগিদ্দোর পানির কাছে তানকে যুদ্ধ করলেন;তাঁরা একখণ্ড রূপাও নিলেন না।

20. আসমান থেকে যুদ্ধ হল,স্ব স্ব গতি পথে তারাগুলো সীষরার বিরুদ্ধে যুদ্ধ করলো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন কাজীগণ 5