ওল্ড টেস্টামেন্ট

নববিধান

কাজীগণ 5:13-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. তখন বীরদের অবশিষ্টেরা ও জনগণ নামলো;মাবুদ আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামলেন।

14. আফরাহীম থেকে আমালেক-নিবাসীরা এল;বিন্‌ইয়ামীন তোমার লোকদের মধ্যে তোমার পিছনে এল;মাখীর থেকে নেতৃবর্গ নামলেন, সবূলূন থেকে রণ-দণ্ডধারীরা নামলেন।

15. ইষাখরের নেতৃবর্গ দবোরার সঙ্গী ছিলেন,ইষাখর যেমন বারকও তেমনি,তাঁর পিছনে তাঁরা বেগে উপত্যকায় গেলেন।রূবেণ-বংশধরদের কি করা উচিত তা চিন্তা করতে লাগল।

16. তুমি কেন মেষবাথানের মধ্যে বসলে?কি ভেড়ার রাখালদের বাঁশীর বাজনা শুনবার জন্য?রূবেণ-বংশধরদের মধ্যে গুরুতর চিত্ত পরীক্ষা হল।

17. গিলিয়দ জর্ডানের ওপারে বাস করলো,আর দান কেন জাহাজে রইলো?আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসে থাকলো,নিজের খালের ধারে বাস করলো।

18. সবূলূনের লোকেরা প্রাণ তুচ্ছ করলো মৃত্যু পর্যন্ত,নপ্তালিও করলো ক্ষেতের উঁচু উঁচু স্থানে।

19. বাদশাহ্‌রা এসে যুদ্ধ করলেন,তখন কেনানের বাদশাহ্‌রা যুদ্ধ করলেন,মগিদ্দোর পানির কাছে তানকে যুদ্ধ করলেন;তাঁরা একখণ্ড রূপাও নিলেন না।

20. আসমান থেকে যুদ্ধ হল,স্ব স্ব গতি পথে তারাগুলো সীষরার বিরুদ্ধে যুদ্ধ করলো।

21. কীশোন নদী তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল;সেই প্রাচীন নদী, কীশোন নদী।হে আমার প্রাণ, সবলে অগ্রসর হও।

22. তখন ঘোড়াগুলোর খুরের ঘায়ে ভূমি কেঁপে উঠলো,তাদের পরাক্রমীদের ছুটে চলার গতিতে কেঁপে উঠলো।

23. মাবুদের ফেরেশতা বলেন, মেরোসকে বদদোয়া দাও,সেই স্থানের অধিবাসীদেরকে দারুণ বদদোয়া দাও;কেননা তারা এল না মাবুদের সাহায্যের জন্য,মাবুদের সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।

24. মহিলাদের মধ্যে যায়েল ধন্যা,কেনীয় হেবরের পত্নী ধন্যা,তাঁবুবাসিনী স্ত্রীলোকদের মধ্যে তিনি ধন্যা।

25. সে পানি চাইল, তিনি তাকে দুধ দিলেন।রাজোপযোগী পাত্রে ক্ষীর এনে দিলেন।

26. তিনি গোঁজে হাত দিলেন।কর্মকারের হাতুড়ি ডান হাত দিলেন;তিনি সীষরাকে হাতুড়ি মারলেন,তার মস্তক বিদ্ধ করলেন,তার কাণপাটি ভাঙলেন, বিদ্ধ করলেন।

27. সে তাঁর চরণে হেঁট হয়ে পড়লো, লম্বমান হল;তাঁর চরণে হেঁট হয়ে পড়লো;যেখানে হেঁট হল, সেই স্থানে মরে পড়ে রইলো।

28. সীষরার মা জানালা দিয়ে চাইল,সে জানালা থেকে ডেকে বললো,তার রথ আসতে কেন বিলম্ব করে?তার রথের চাকা কেন ধীরে ধীরে চলে?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন কাজীগণ 5