ওল্ড টেস্টামেন্ট

নববিধান

কাজীগণ 5:1-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সেদিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করলেন:

2. ইসরাইলে নায়কগণ নেতৃত্ব দিলেন,লোকেরা স্বেচ্ছায় নিজেদের কোরবানী করলো,এজন্য তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।

3. বাদশাহ্‌রা শোন; শাসনকর্তারা কান দাও;আমি, আমিই মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব,ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে গজল গাইব,

4. হে মাবুদ, তুমি যখন সেয়ীর থেকে থেকে রওনা হলে,ইদোম এলাকা থেকে অগ্রসর হলে,ভূমি কাঁপল, আকাশও বর্ষণ করলো, মেঘমালা পানি বর্ষণ করলো।

5. মাবুদের সাক্ষাতে পর্বতমালা কেঁপে উঠল,ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের সাক্ষাতে ঐ সিনাই কেঁপে উঠল।

6. অনাতের পুত্র শম্‌গরের সময়ে,যায়েলের সময়ে, রাজপথ শূন্য হল,পথিকেরা বাঁকা পথ দিয়ে গমন করতো।

7. নায়কগণ ইসরাইলের মধ্যে ক্ষান্ত ছিলেন,তাঁরা ক্ষান্ত ছিলেন;শেষে আমি দবোরা উঠলাম,ইসরাইলের মধ্যে মাতৃস্থানীয় হয়ে উঠলাম।

8. তারা নতুন দেবতা মনোনীত করেছিল;তৎকালে নগর-দ্বারে যুদ্ধ হল;ইসরাইলের চল্লিশ হাজার লোকের মধ্যে কি একখানা ঢাল বা বর্শা দেখা গেলো?

9. আমার অন্তর ইসরাইলের নেতৃবর্গের অভিমুখ,যাঁরা লোকদের মধ্যে স্বেচ্ছায় নিজেদেরকে কোরবানী করলেন;তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।

10. তোমরা যারা শুভ্র গাধীতে চড়ে থাক,যারা গালিচার উপরে বসে থাক,যারা পথে ভ্রমণ কর, তোমরাই ওর সংবাদ দাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন কাজীগণ 5