ওল্ড টেস্টামেন্ট

নববিধান

কাজীগণ 21:15-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. আর মাবুদ ইসরাইল-বংশগুলোর মধ্যে একটি ছিদ্র করেছিলেন; এই কারণ লোকেরা বিন্‌ইয়ামীনের জন্য অনুতাপ করলো।

16. পরে মণ্ডলীর প্রাচীনবর্গরা বললেন, বিন্‌ইয়ামীন থেকে স্ত্রী জাতি উচ্ছিন্ন হয়েছে, অতএব অবশিষ্ট লোকদের বিয়ে দেবার জন্য আমাদের কি কর্তব্য?

17. আরও বললেন, ইসরাইলের মধ্যে একটি বংশের লোপ যেন না হয়, সেজন্য বিন্‌ইয়ামীনের ঐ রক্ষা পাওয়া লোকদের একটি উত্তরাধিকার থাকা আবশ্যক।

18. কিন্তু আমরা ওদের সঙ্গে আমাদের কন্যাদের বিয়ে দিতে পারি না; কেননা বনি-ইসরাইলরা এই কসম খেয়েছে, যে কেউ বিন্‌ইয়ামীনকে কন্যা দেবে সে বদদোয়াগ্রস্ত হবে।

19. শেষে তারা বললেন, দেখ, শীলোতে প্রতি বছর মাবুদের উদ্দেশে একটি উৎসব হয়ে থাকে। ওটা বেথেলের উত্তর দিকে, বেথেল থেকে যে রাজপথ শিখিমের দিকে গেছে, তার পূর্ব দিকে এবং লবোনার দক্ষিণ দিকে অবস্থিত।

20. তাতে তাঁরা বিন্‌-ইয়ামীনীয়দেরকে হুকুম করলেন, তোমরা গিয়ে আঙ্গুর-ক্ষেতে লুকিয়ে থাক;

21. নিরীক্ষণ কর, আর দেখ, যদি শীলোর কন্যারা দলের মধ্যে নৃত্য করতে করতে বের হয়ে আসে, তবে তোমরা আঙ্গুর-ক্ষেত থেকে বের হয়ে প্রত্যেকে শীলোর কন্যাদের মধ্য থেকে নিজ নিজ স্ত্রী ধরে নিয়ে বিন্‌ইয়ামীন দেশে প্রস্থান করো।

22. আর তাদের পিতা কিংবা ভাইয়েরা যদি ঝগড়া করার জন্য আমাদের কাছে আসে, তবে আমরা তাদেরকে বলবো, তোমরা আমাদের অনুরোধে তাদেরকে দান কর; কেননা যুদ্ধের সময়ে আমরা তাদের প্রত্যেকজনের জন্য স্ত্রী পাই নি; আর তোমরাও তাদেরকে দাও নি, দিলে এখন অপরাধী হতে।

23. তখন বিন্‌ইয়ামীন-বংশের লোকদের মধ্য থেকে প্রত্যেকজন নৃত্যকারিণী কন্যাদের মধ্য থেকে এক জনকে ধরে স্ত্রী হিসেবে গ্রহণ করলো। পরে নিজ নিজ অধিকারে ফিরে গেল এবং পুনর্বার নগরগুলো নির্মাণ করে সেখানে বাস করতে লাগল।

24. আর সেই সময়ে বনি-ইসরাইল সেই স্থান থেকে প্রত্যেকে স্ব স্ব বংশের ও গোষ্ঠীর কাছে প্রস্থান করলো। তারা সেই স্থান থেকে বের হয়ে নিজ নিজ অধিকারে ফিরে গেল।

25. সেই সময়ে ইসরাইলের মধ্যে বাদশাহ্‌ ছিল না; যার দৃষ্টিতে যা ভাল মনে হত, সে তা-ই করতো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন কাজীগণ 21