ওল্ড টেস্টামেন্ট

নববিধান

উযায়ের 4:15-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. আপনার পূর্বপুরুষদের ইতিহাস-পুস্তক অনুসন্ধান করা হোক; সেই ইতিহাস-পুস্তকে দেখে জানতে পারবেন, এই নগর বিদ্রোহী নগর এবং বাদশাহ্‌দের ও প্রদেশগুলোর পক্ষে অনিষ্টকর, আর এই নগরে প্রাচীনকাল থেকে বিদ্রোহ হয়ে আসছিল, সেজন্যই এই নগর বিনষ্ট হয়।

16. আমরা বাদশাহ্‌কে জানালাম, যদি এই নগর নির্মিত ও এর প্রাচীর স্থাপিত হয়, তবে নদীর এপারে আপনার তখন আর কোন অধিকার থাকবে না।”

17. বাদশাহ্‌ রহূম মন্ত্রী, শিম্‌শয় লেখক ও সামেরিয়া-নিবাসী তাদের অন্য সঙ্গীদের এবং নদীর পরের অন্য লোকদেরকে উত্তর লিখলেন,“মঙ্গল হোক, ইত্যাদি।

18. তোমরা আমাদের কাছে যে পত্র পাঠিয়েছ, তা আমার সম্মুখে স্পষ্টভাবে পাঠ করা হয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন উযায়ের 4