ওল্ড টেস্টামেন্ট

নববিধান

উযায়ের 3:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে সপ্তম মাস উপস্থিত হল, আর বনি-ইসরাইল ঐ সমস্ত নগরে ছিল; তখন লোকেরা একটি মানুষের মত জেরুশালেমে একত্র হল।

2. আর যোষাদকের পুত্র যেশূয় ও তাঁর ইমাম ভাইয়েরা এবং শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর ভাইয়েরা উঠে আল্লাহ্‌র লোক মূসার শরীয়তে লেখা বিধি অনুসারে পোড়ানো-কোরবানী করার জন্য ইসরাইলের আল্লাহ্‌র কোরবানগাহ্‌ তৈরি করলেন।

3. তাঁরা কোরবানগাহ্‌ সঠিক স্থানে স্থাপন করলেন, যদিও তাঁরা দেশে বাসকারী চারপাশের লোকদের ভয় করেছিলেন; এবং মাবুদের উদ্দেশে তার উপরে পোড়ানো-কোরবানী অর্থাৎ ভোরে ও সন্ধ্যাবেলা পোড়ানো-কোরবানী করতে লাগলেন।

4. আর তাঁরা লিখিত বিধি অনুসারে কুটির-ঈদ পালন করলেন এবং প্রত্যেক দিনের উপযুক্ত সংখ্যা অনুসারে বিধিমতে প্রতিদিন পোড়ানো-কোরবানী দিলেন।

5. এই ছাড়াও তাঁরা প্রত্যেক দিন পোড়ানো-কোরবানী, অমাবস্যার এবং মাবুদের পবিত্রীকৃত সমস্ত ঈদের উপহার এবং যারা ইচ্ছাপূর্বক মাবুদের উদ্দেশে স্বেচ্ছাদত্ত উপহার আনত, তাদের প্রত্যেক জনের উপহার কোরবানী করতে লাগলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন উযায়ের 3