ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়ারমিয়া 43:2-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. তখন হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন এবং গর্বিত লোকেরা সকলে ইয়ারমিয়াকে বললো, তুমি মিথ্যা বলছো; মিসরে প্রবাস করতে যেও না; এই কথা বলতে আমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাকে পাঠান নি।

3. কিন্তু নেরিয়ের পুত্র বারূক আমাদের বিরুদ্ধে তোমাকে উত্তেজিত করে তুলছে, আমাদেরকে কল্‌দীয়দের হাতে তুলে দেওয়ার জন্যই তা করেছে, যেন তারা আমাদের হত্যা করে, কিংবা বন্দী করে ব্যাবিলনে নিয়ে যায়।

4. এভাবে কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে ও সমস্ত লোক এহুদা দেশে বাস করার সম্বন্ধে মাবুদের কথা মান্য করলো না।

5. কিন্তু কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে এহুদার সমস্ত অবশিষ্টাংশকে নিয়ে, অর্থাৎ জাতিরা ছিন্নভিন্ন হওয়ার পর তাদের কাছ থেকে এহুদা দেশে প্রবাস করবার জন্য যারা ফিরে এসেছিল—

6. সেই পুরুষ, স্ত্রী ও বালক-বালিকা সকলকে এবং রাজকুমারীদেরকে ও যেসব লোককে নবূষরদন রক্ষক-সেনাপতি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে রেখে গিয়েছিলেন, তাদের এবং ইয়ারমিয়া নবী ও নেরিয়ের পুত্র বারূককে নিয়ে মিসর দেশে প্রবেশ করলো;

7. কারণ তারা মাবুদের কথা মান্য না করে তফন্‌হেষ পর্যন্ত গেল।

8. পরে তফন্‌হেষে ইয়ারমিয়ার কাছ মাবুদের এই কালাম নাজেল হল,

9. তোমার হাতে কয়েকটি বড় বড় পাথর নিয়ে তফন্‌হেষে ফেরাউনের বাড়ির প্রবেশস্থানে যে ইটের গাঁথুনি আছে, তার সুরকির মধ্যে ইহুদীদের সাক্ষাতে ঐ পাথরগুলো লুকিয়ে রাখ,

10. আর তাদেরকে বল, বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, দেখ, আমি হুকুম প্রেরণ করে আমার গোলাম ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারকে নিয়ে আসবো এবং এই যেসব পাথর লুকিয়ে রাখলাম, এর উপরে তার সিংহাসন স্থাপন করবো, আর সে এর উপরে তার রাজকীয় চন্দ্রাতপ বিস্তার করবে।

11. সে এসে মিসর দেশে আঘাত করবে, মৃত্যুর পাত্রকে মৃত্যুতে, বন্দীত্বের পাত্রকে বন্দীত্বে ও তলোয়ারের পাত্রকে তলোয়ারের হাতে তুলে দেবে।

12. আর আমি মিসরস্থ দেবালয়গুলোতে আগুন লাগাব, বস্তুত সে দেবতাদের কতগুলোকে পুড়িয়ে দেবে ও কতগুলোকে বন্দী করে নিয়ে যাবে; এবং ভেড়ার রাখাল যেমন তার শরীরে কাপড় জড়ায়, তেমনি সে এই মিসর দেশ দ্বারা নিজেকে সজ্জিত করবে; এবং সে এই স্থান থেকে শান্তিতে প্রস্থান করবে।

13. আর সে মিসর দেশীয় সূর্যপুরীর স্তম্ভগুলো ভেঙ্গে ফেলবে ও মিসরস্থ সমস্ত দেবালয় আগুনে পুড়িয়ে দেবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 43