ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়ারমিয়া 33:16-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. সেই সকল দিনে এহুদা উদ্ধার পাবে, জেরুশালেম নির্ভয়ে বাস করবে, আর সে এই নামে আখ্যাত হবে, ‘মাবুদ আমাদের ধার্মিকতা।’

17. কেননা মাবুদ এই কথা বলেন, ইসরাইল-কুলের সিংহাসনে উপবিষ্ট হবার জন্য দাউদের বংশে পুরুষের অভাব হবে না;

18. আর নিত্য আমার সম্মুখে পোড়ানো-কোরবানী, শস্য-উৎসর্গ ও পশু-কোরবানী করতে লেবীয় ইমামদের মধ্যে লোকের অভাব হবে না।

19. পরে ইয়ারমিয়ার কাছে মাবুদের কালাম নাজেল হল,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 33