ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়ারমিয়া 30:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদের কাছ থেকে এই কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল,

2. মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, আমি তোমার কাছে যেসব কথা বলেছি, সেসব একটি কিতাবে লিখে রাখ।

3. কেননা, মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে আমি আমার লোক ইসরাইলের ও এহুদার বন্দীদশা ফিরাব; আর আমি তাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিয়েছি, সেই দেশে তাদেরকে ফিরিয়ে আনবো এবং তারা তা অধিকার করবে।

4. ইসরাইল ও এহুদার বিষয়ে মাবুদ যেসব কালাম বললেন, তা এই।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 30