ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইহিস্কেল 8:5-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, তুমি চোখ তুলে উত্তর-দিকে দৃষ্টি দাও; তাতে আমি উত্তর দিকে চোখ তুললাম, আর দেখ কোরবানগাহ্‌র দ্বারের উত্তরে, প্রবেশ-স্থানে ঐ অন্তর্জ্বালার মূর্তি রয়েছে।

6. আর তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, এরা কি করে, তুমি কি দেখছ? ইসরাইল-কুল আমার পবিত্র স্থান থেকে আমাকে দূর করার জন্য এখানে বেশি ঘৃণার কাজ করছে। কিন্তু এর পরেও তুমি আবার আরো অনেক ঘৃণার কাজ দেখবে।

7. তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারে আনলেন এবং আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, দেয়ালের মধ্যে একটি ছিদ্র।

8. তখন তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, এই দেয়াল খোঁড়; যখন আমি সেই দেয়াল খুঁড়লাম, দেখ, একটি দরজা।

9. তিনি আমাকে বললেন, তুমি ভিতরে গিয়ে দেখ, তারা এখানে কি কি ঘৃণার কাজ করছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 8