ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইহিস্কেল 7:4-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. আমি তোমার প্রতি চক্ষুলজ্জা করবো না, দয়াও করবো না, কিন্তু তোমার সমস্ত চালচলনের জন্য ও তোমার সমস্ত ঘৃণার কাজের জন্য তোমাকে শাস্তি দেব;তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।

5. সার্বভৌম মাবুদ এই কথা বলেন,দেখ, অমঙ্গল, একা অমঙ্গল আসছে।

6. শেষ পরিণাম আসছে; সেই শেষ পরিণাম আসছে;তা তোমার বিরুদ্ধে জেগে উঠছে;দেখ, তা আসছে।

7. হে দেশ-নিবাসী লোক, তোমার পালা আসছে, কাল আসছে, দিন সন্নিকট হচ্ছে; সে কোলাহলের দিন, পর্বতমালার উপরে আনন্দধ্বনির দিন নয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 7