ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইহিস্কেল 7:15-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. বাইরে তলোয়ার এবং ভিতরে মহামারী ও দুর্ভিক্ষ। যে ব্যক্তি ক্ষেতে থাকবে, সে তলোয়ারের আঘাতে মরবে; যে নগরে থাকবে, দুর্ভিক্ষ ও মহামারী তাকে গ্রাস করবে।

16. কিন্তু তাদের মধ্যে যারা বেঁচে থাকবে, তারা রক্ষা পাবে, তারা পর্বতমালার উপরে থেকে উপত্যকাস্থ ঘুঘুর মত হবে, সকলে নিজ নিজ অপরাধের কারণে মাতম করবে।

17. সকলের হাত দুর্বল হবে, সকলের হাঁটু পানির মত দ্রব হবে।

18. তারা কোমরে চট বাঁধবে, মহাত্রাসে আচ্ছন্ন হবে, সকলের মুখে চুন পড়বে, তাদের সকলের মাথায় টাক পড়বে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 7