ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইহিস্কেল 35:1-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,

2. হে মানুষের সন্তান, তুমি সেয়ীর পর্বতের বিরুদ্ধে মুখ রাখ, তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল;

3. আর তাকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে সেয়ীর পর্বত, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে দেব এবং তোমাকে ধ্বংসের ও বিস্ময়ের পাত্র করবো।

4. আমি তোমার নগরগুলোকে উৎসন্ন স্থান করবো এবং তুমি ধ্বংস হবে, তাতে তুমি জানবে যে, আমিই মাবুদ।

5. তোমার চিরন্তন শত্রুভাব আছে এবং তুমি বনি-ইসরাইলদের তাদের বিপদকালে, শেষের অপরাধকালে, তলোয়ারের হাতে তুলে দিয়েছ;

6. এজন্য সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, আমি তোমাকে রক্তাক্ত করবো এবং রক্ত তোমার পিছনে দৌড়াবে; তুমি রক্ত ঘৃণা কর নি, তাই রক্ত তোমার পিছনে দৌড়াবে।

7. আমি সেয়ীর পর্বতকে বিস্ময়ের পাত্র ও ধ্বংসস্থান করবো এবং চলাচলকারী লোককে তার মধ্য থেকে মুছে ফেলব।

8. আমি তার নিহত লোক দিয়ে তার পর্বতগুলো পূর্ণ করবো; তোমার উপত্যকাগুলোতে ও তোমার সমস্ত জলপ্রবাহে তলোয়ারের আঘাতে নিহত লোক পড়ে থাকবে।

9. আমি তোমাকে চিরস্থায়ী ধ্বংসস্থান করবো এবং তোমার নগরগুলো জনবসতিহীন হবে; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।

10. তুমি বলেছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হবে এবং আমরা তাদের অধিকারী হব, তবুও মাবুদ সেই স্থানে ছিলেন;

11. এজন্য, সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, তুমি যেমন তাদের প্রতি নিজের বিদ্বেষ অনুযায়ী কাজ করেছ, তেমনি আমি তোমার সেই ক্রোধ ও ঈর্ষার অনুযায়ী কাজ করবো এবং যখন তোমার বিচার করবো, তখন তাদের মধ্যে নিজের পরিচয় দেব।

12. আর তুমি জানবে যে, আমি মাবুদ তোমার সেসব নিন্দাবাদ শুনেছি, যা তুমি ইসরাইলের পর্বতমালার বিষয়ে বলেছ; তুমি বলেছ, সেগুলো ধ্বংসস্থান, সেগুলো গ্রাস করার জন্যই আমাদের দেওয়া হয়েছে।

13. এভাবে তোমরা আমার বিপরীতে তোমাদের মুখ দিয়ে তোমরা অহংকার করেছ এবং আমার বিরুদ্ধে অনেক কথা বলেছ; আমি তা শুনেছি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 35