ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইহিস্কেল 22:14-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. আমি যে সময় তোমার কাছ থেকে হিসেব নেব, সেই সময়ে তোমার অন্তঃকরণ কি সুস্থির থাকবে? তোমার হাত কি সবল থাকবে? আমি মাবুদ এই কথা বললাম, আর তা সিদ্ধ করবো।

15. আমি তোমাকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে ছড়িয়ে দেব এবং তোমার মধ্য থেকে তোমার নাপাকীতা দূর করবো।

16. তুমি নিজের দোষে জাতিদের সাক্ষাতে নাপাক হবে; তাতে তুমি জানবে যে, আমিই মাবুদ।

17. আর মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,

18. হে মানুষের সন্তান, ইসরাইল-কুল আমার কাছে খাদস্বরূপ হয়েছে; তারা সকলে হাপরের মধ্যে ব্রোঞ্জ, দস্তা, লোহা ও সীসার মত; তারা রূপার খাদের মত হয়েছে।

19. অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা সকলে খাদ হয়ে গেছ, এজন্য দেখ, আমি তোমাদের জেরুশালেমের মধ্যে একত্র করবো।

20. যেমন লোকে আগুনে ফুঁ দিয়ে গলাবার জন্য রূপা, ব্রোঞ্জ, লোহা, সীসা ও দস্তা হাপরের মধ্যে একত্র করে, তেমনি আমি আমার ক্রোধে ও প্রচণ্ড কোপে তোমাদের একত্র করবো এবং সেখানে রেখে গলাব।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 22